Breaking News
recent

রাব্বানা লা তু-আখিধনা ইন-নাসিনা



রাব্বানা লা তু-আখিধনা ইন-নাসিনা

সূরা আল-বাক্বারাহ, আয়াতঃ ২৮৬


رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا
উচ্চারণ
রাব্বানা লা তু-আখিধনা ইন-নাসিনা আউ আখতাও-না
অর্থ
হে দয়াময়! আমরা যদি কোন কারনে ভুলে যাই কিংবা ভুল করি আমাদের শাস্তি দিওনা।
ফযিলত
১। সূরা আল-বাকারার অত্যন্ত তাৎপর্যপূর্ণ শেষ দুই আয়াত এর প্রথম আয়াত।
২। আল্লাহ্‌র রাসুল আল্লাহ্‌ পক্ষ থেকে তাঁর কাছে যা পাঠানো হয়েছে তাতে বিশ্বাস করতেন এবং মুমিনগণও তাই করতেন। সকল মুমিনই আল্লাহ্‌, আল্লাহ্‌র রাসুল, ফেরেসেতা, আসমানি কিতাব এবং প্রেরিত রাসুলদেরকে বিশ্বাস করতেন।
তাঁরা বলেন, আল্লাহ্‌র প্রেরিত রাসুলদের মধে আমরা কোন ভেদাভেদ করিনা। আমরা শুনি এবং সেই অনুযায়ী কাজ করি। এ জন্যেই আমরা যদি এসব কোন বিষয়ে

No comments:

Powered by Blogger.