Breaking News
recent

হযরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদি. এর ঘটনা



হযরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদি. এর ঘটনা


একদা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরাইশ গোত্রের কয়েকজন দলপতিকে ইসলাম সম্পর্কে কিছু বুঝাচ্ছিলেন। ইতোমধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম (রা) নামক একজন অন্ধ সাহবী উপস্থিত হন। তিনি নবীজির দৃষ্টি আকর্ষণ করে কুরআনের একটি আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি আরো বলেন, আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন, তা থেকে আমাকেও কিছু শিক্ষা দিন। অসময়ে তাঁর এসব জিজ্ঞাসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে বিরক্তিকর বোধ হয়।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভাবলেন, আমি একটি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত। কুরইশের এ বড় বড় সর্দাররা যদি ইসলাম গ্রহণ করে, তাহলে অনেকেরই মুসলমান হওয়ার আশা করা যায়। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতূম তো মুসলমান আছেই । তাঁর তালিম হাসিল করার অনেক সুযোগ আছে। আমি তাদেরকে বুঝাচ্ছি, আর সে নিজের কথা বলেই যাচ্ছে। সে এতটুকুও বুঝতে পারছে না যে, আমি যদি তাদের থেকে মুখ সরিয়ে তাঁর দিকে দৃষ্টি নিবদ্ধ করি, তাহলে তা তাদের কাছে কেমন কঠিন মনে হবে।
হয়তো এরপর তারা আর আমার কথা শুনতেই চাইবে না। মোটকথা, মনের দিক থেকে নবীজি সংকোচিত হলেন এবং এ সংকোচনের চিহ্ণ নবীজির চেহারায় প্রকাশ পেল। এ উপলক্ষ্যে সূরায়ে আবাসার প্রথম আয়াতগুলো নাযিল করে আল্লাহ নবীজি কে এ সম্পর্কে বুঝালেন। হাদীসে বর্ণিত আছে, এরপর যখনই ঐ অন্ধ সাহাবী নবীজির দরবারে উপস্থিত হতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর প্রতি অনেক সম্মান প্রদর্শন করতেন। তিনি আরো বলতেন-‘স্বাগতম ঐ ব্যক্তিকে, যাঁর ব্যাপারে আমর প্রভু আমকে ভর্ৎসনা করেছেন।

No comments:

Powered by Blogger.