Breaking News
recent

দুআসমূহ

অন্যান্য দুআসমূহ

কাপড় পরিধানের দুআ

বাংলা উচ্চারণ 
আল্হামদু লিল্লাহিল্লাজী কাছানী মা উয়ারী বিহী আওরাতী অ আতাজাম্মাল্লু বিহী ফী হায়া-তী

খাবারের শুরুতে

বাংলা উচ্চারণ 
বিসমিল্লাহে অ-আলা বারকাতিল্লাহে

খাবারের পর

বাংলা উচ্চারণ 
আলহামদু-লিল্লা হিল্লাজী আত্ব আমানা অ- ছাক্কানা অ-জা আলানা মিনাল মুছলেমীন

দাওয়াত বা অন্যের ঘরে খাওয়ার পর দুআ

বাংলা উচ্চারণ 
আল্লাহুম্মা আত্বয়েম মান আত্বআমানী ওয়াছ্ক্কে মান ছাক্কানী।

সকাল-সন্ধ্যায় পড়ার দুআ

بسم الله الذى لا يضر مع اسمه شيئ فى الارض ولا فى السماء وهو السميع العليم (তিন বার পাঠ করা)
বাংলা উচ্চারণ 
বিসমিল্লাহিল্লাজী লা ইয়াদুররু মাআসমিহী শাইয়ুন ফিল আরদি ওলা ফিস সামাই ওয়াহুয়াস সামিউল আলীম।
বাংলা অর্থ 
আমি সকালে বা সন্ধ্যায় উপনীত হয়েছি এমন আল্লাহর নামে যার নামের বরকতে আসমান ও যমীনের কোন কিছুই ক্ষতি করতে পারে না।
ফজিলত 
যে ব্যক্তি প্রত্যহ সকাল ও সন্ধ্যায় এই দুআ তিন বার করে পাঠ করবে, কোন কিছুই তার ক্ষতি করতে পারবে না।

No comments:

Powered by Blogger.