Breaking News
recent

প্রয়োজনীয় কয়েকটি সুরা ও তার বাংলা অর্থ

১. সূরা আল ফাতিহা ( মক্কায় অবতীর্ণ ), আয়াত সংখাঃ ৭
আরবি ও বাংলা অর্থ
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ

যাবতীয় প্রশংসা আল্লাহ তা' আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।

الرَّحْمـنِ الرَّحِيمِ

যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।

مَـالِكِ يَوْمِ الدِّينِ

যিনি বিচার দিনের মালিক।

إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ

আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।

اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ

আমাদেরকে সরল পথ দেখাও,

صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَ الضَّالِّينَ

সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।
বাংলা উচ্চারন :
বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহীম 
আল-হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। 
আর রাহমানির রাহিম।
মালিকি ইয়াওমিদ্দিন।
ই্‌য়াকানাবুদু ওয়া ইয়্যাকা নাসতাইন।
ইহ দিনাস সিরাতাল মুস্তাকীম।
সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। 
গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দুয়ালিন।
২. সূরা এখলাছ ( মক্কায় অবতীর্ণ ), আয়াত সংখাঃ ৪ :
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ

বলুন, তিনি আল্লাহ, এক,

اللَّهُ الصَّمَدُ

আল্লাহ অমুখাপেক্ষী,

لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ

তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি

وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ

এবং তার সমতুল্য কেউ নেই।

বাংলা উচ্চারন

বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহীম

ক্বুলহু আল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওয়া লাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ।
৩. সূরা ফালাক্ব ( মদীনায় অবতীর্ণ ), আয়াত সংখাঃ ৫
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ

বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার,

مِن شَرِّ مَا خَلَقَ

তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে,

وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ

অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়,

وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ

গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে

وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।
বাংলা উচ্চারনঃ
বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহীম

ক্বুল আউযু বিরাব্বিল ফালাক। মিন শাররি মাখালাক্ব। ওয়া মিন শাররি গাসিক্বিন ইযা অক্বাব। ওয়া মিন শাররিন নাফ্‌ফাসাতি ফিল্‌ উকাদ। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ।
৪. সূরা কাফিরুন ( মক্কায় অবতীর্ণ ), আয়াত সংখাঃ ৬
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ

01

বলুন, হে কাফেরকূল,

لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ

02

আমি এবাদত করিনা, তোমরা যার এবাদত কর।

وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ

03

এবং তোমরাও এবাদতকারী নও, যার এবাদত আমি করি

وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ

04

এবং আমি এবাদতকারী নই, যার এবাদত তোমরা কর।

وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ

05

তোমরা এবাদতকারী নও, যার এবাদত আমি করি।

لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ

06

তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে।
বাংলা উচ্চারন
বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহীম

কুল ইয়া আইউহাল কাফিরূন। লা আ'বুদু মাতাবুদুন। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। ওয়া লা আনা আবিদুনা মা আবাদতুম। ওয়ালা আনতুম আবিদুনা মাআবুদ। লাকুম দীনুকুম ওয়ালীয়া দ্বীন।
৫. সূরা নছর ( মদীনায় অবতীর্ণ ), আয়াত সংখাঃ ৩
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

إِذَا جَاء نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ

যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়

وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا

এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন,

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا

তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি ক্ষমাকারী।
বাংলা উচ্চারন
বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহীম

ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু। ওয়ারা আইতান নাসা ইয়াদ খুলুনা ফি দিনিল্লাহি আফওয়াজা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াসতাগফিরহু। ইন্নাহুকানা তাওওয়াবা।
৬. সূরা কাওসার ( মক্কায় অবতীর্ণ ), আয়াত সংখাঃ ৩
ببِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ

নিশ্চয় আমি আপনাকে কাওসার দান করেছি।

فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ

অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামায পড়ুন এবং কোরবানী করুন।

إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ

যে আপনার শত্রু, সেই তো লেজকাটা, নির্বংশ।
বাংলা উচ্চারন
বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহীম

ইন্না আতাইনা কাল কাওসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান হার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার।
৭. সূরা কোরাইশ ( মক্কায় অবতীর্ণ ), আয়াত সংখাঃ ৪
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

لِإِيلَافِ قُرَيْشٍ

কোরাইশের আসক্তির কারণে,

إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاء وَالصَّيْفِ

আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের।



فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ

অতএব তারা যেন এবাদত করে এই ঘরের পালনকর্তার

الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ

যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন।
বাংলা উচ্চারন
বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহীম

লি-ঈলাফি কুরাইশিন। ঈলাফিহিম রিহলাতাশ শিতায়ি ওয়াস সাইফ। ফাল ইয়াবুদু রাব্বা হাযাল বাইত। আল্লাযি আত আমাহুম মিন জুয়েঁউ ওয়া আমানাহুম মিন খাউফ।
৮. সূরা আছর ( মক্কায় অবতীর্ণ ), আয়াত সংখাঃ ৩
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

وَالْعَصْرِ

কসম যুগের (সময়ের),

إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ

নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত;

إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ

কিন্তু তারা নয়, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাকীদ করে সত্যের এবং তাকীদ করে সবরের।
বাংলা উচ্চারন
বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহীম

ওয়াল আসরি। আন্নাল ইনসানা লাফী খুস্‌রিন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। ওয়া তাওয়াসাও বিল কাককি। ওয়া তাওয়াসাও বিল সাবর।
৯. সূরা লাহাব ( মক্কায় অবতীর্ণ ), আয়াত সংখাঃ ৫
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ

01 

আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে,

مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ

02 

কোন কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা সে উপার্জন করেছে।

سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ

03 

সত্বরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে



وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ

04

এবং তার স্ত্রীও-যে ইন্ধন বহন করে,

فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ

05 

তার গলদেশে খর্জুরের রশি নিয়ে।
বাংলা উচ্চারন
বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহীম

তাব্বাৎ ইয়াদা আবি লাহাবেউ ওয়াতাব্বা মা আগনা আনহু মালুহু ওয়ামা কাছাব। ছাইয়াছলা নারান জাতা লাহাবিউ ওয়ামরা আতুহু হাম্মালাতাল হাতাব। ফী জীদিহা হাবলুম মিম মাছাদ।
১০. সূরা নাস ( মদীনায় অবতীর্ণ ), আয়াত সংখাঃ ৬
ببِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ

01

বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার,

مَلِكِ النَّاسِ

02

মানুষের অধিপতির,

إِلَهِ النَّاسِ

03

মানুষের মা’বুদের

مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ

04

তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্নগোপন করে,

الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ

05

যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে

مِنَ الْجِنَّةِ وَ النَّاسِ

06

জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে।
বাংলা উচ্চারন :


১.কুল্ আ‘ঊযু বিরব্বিন্না-স্ । 

২. মালিকিন্না-স্ । 

৩. ইলা-হি ন্না-স্ ।

৪. মিন্ শাররিল ওয়াস্ ওয়া-সিল্ খান্না-সি ।

৫. আল্লাযী ইউওয়াস্ওয়িসু ফী ছুদূরিন্না-স্ ।

৬. মিনাল্ জ্বিন্নাতি অন্না-স্

No comments:

Powered by Blogger.